১৫ ডিসেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জে রাতের আঁধারে কৃষকের গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

কোম্পানীগঞ্জে রাতের আঁধারে কৃষকের গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আবদুস সাত্তার নামে এক কৃষকের দুটি গরু জবাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার রাতে চর এলাহী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আবদুস সাত্তারের বাড়িতে এ অমানবিক ঘটনা ঘটে।

কৃষক আবদুস সাত্তার ও স্থানীয়রা জানান, কৃষক আবদুস সাত্তারের বসতঘরের পাশেই তার গোয়ালঘর। সেখানে তিনি একটি গাভী ও একটি ষাঁড় লালন-পালন করেন। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যার দিকে গোয়ালঘরে দুটি গরুকে খাবার খাইয়ে রেখে তিনি ঘরে ঘুমাতে যান। ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দেখেন দুটি গরু জবাই করা অবস্থায় পড়ে আছে। ধারণা করা হচ্ছে, গরুগুলোকে চেতনানাশক ইনজেকশন দিয়ে পূর্ব শত্রুতার জেরে কেউ এ অমানবিক কাজ করেছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী কৃষকের অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"