১৪ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদির উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সুবর্ণচরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ওসমান হাদির উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সুবর্ণচরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সুবর্ণচর উপজেলা প্রতিনিধি:

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় 'জাগ্রত সুবর্ণচর'-এর উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বোরবার (১৪ ডিসেম্বর, রবিবার) সুবর্ণচর উপজেলার খাসেরহাট রাস্তার মাথায় সকাল ১১টায় সুবর্ণচরে 'জুলাই আন্দোলনে' নেতৃত্বদানকারী তরুণদের পৃষ্ঠপোষকতায় 'জাগ্রত সুবর্ণচর' নামক প্ল্যাটফর্মের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।

ছাত্রনেতা ফয়সাল ইসলাম জিসানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুবর্ণচরের সমন্বয়ক আতিকুল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি তালহা মুহাম্মদ সিফাত উল্লাহ, ছাত্রনেতা শফিকুল ইসলাম পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনোয়ার হোসেন, প্রভাষক কামাল উদ্দিন, সাংবাদিক খন্দকার দিদারুল আলম, মাদ্রাসা শিক্ষক মাহমুদুল ইসলাম, ইসলামী বক্তা কারী আব্দুল মান্নান, ছাত্রনেতা কামরুল ইসলাম ও ব্যবসায়ী ফারুক গাজী প্রমুখ।

এসময় বক্তারা তাঁদের বক্তব্যে 'জুলাই বিপ্লবে'র ধারক ও বাহকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে প্রশাসনের উদাসীনতার সমালোচনা করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তালহা মুহাম্মদ সিফাত উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, "কোনো তালবাহানা না করে অতিসত্বর শরীফ ওসমান হাদির উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে। সেই সাথে এখনো সারাদেশে যে আওয়ামী সন্ত্রাসীদের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, যাতে আর কোনো জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারীকে যেন রক্তাক্ত না হতে হয়।"