নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী আংশিক) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার মো. ওমর ফারুক বলেছেন, ওসমান হাদী ভারতীয় আগ্রাসনবিরোধী শক্তির একজন সেনাপতি।তিনি দৃঢ় ও সচেতন নেতৃত্বদানকারী ব্যক্তি। তার সুস্থতা এখন আমাদের প্রথম কাম্য একইসাথে জনগণের আস্থা অর্জনই এন সি পির প্রথম লক্ষ্য। উন্নয়ন, সুশাসন ও দুর্নীতি দমনে আমি অঙ্গীকারবদ্ধ।”
তার নিজ আসনে আগমন উপলক্ষে নোয়াখালী জেলা শাখা আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার ফারুক বলেন, নোয়াখালী-১ আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও নিরাপদ এলাকায় রূপ দিতে শিক্ষা খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্য নিয়ে তিনি এগোচ্ছেন। জনগণের সমস্যা ও চাহিদাকে অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা গ্রহণই হবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মূল ভিত্তি বলে মন্তব্য করেন তিনি।
‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান, জেলা এনসিপির আহ্বায়ক পার্থী কাজী মাইন উদ্দিন তানভীর, জেলা সংগঠক মো. হানিফ, ইয়াসিন আরাফাত, ইসমাইল হোসেন স্বজীবসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ব্যারিস্টার ওমর ফারুকের সততা, দক্ষতা এবং তরুণবান্ধব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাকে এ অঞ্চলে নতুন রাজনৈতিক সম্ভাবনার প্রতীক হিসেবে তুলে ধরেছে। তারা বিশ্বাস করেন, শাপলা প্রতীক নিয়ে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ব্যাপক সমর্থন পাবেন।
অনুষ্ঠানের শেষে নেতাকর্মীরা ওসমান হাদীর জন্য দোয়া চান ফারুক।