খোরশেদ আলম, সেনবাগঃ
জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সেনবাগ পৌর শহরে ধানের শীষের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিছিলকারীরা এ আসন থেকে বারবার নির্বাচিত এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক এবং ধানের শীষের সমর্থনে নানা স্লোগান দেয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর পুনরায় বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরনবী বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা মোস্তফা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হুমু, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূর নবী রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।