নোবিপ্রবি প্রতিনিধি:
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইংরেজি বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল ‘সুইট সরো’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
বিভাগীয় প্রধান ড. শিরীন আক্তার-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. খন্দকার আশরাফুল ইসলাম, আফসানা মৌসুমি, মুহাম্মদ মুশফিকুর রহমান, ড. মুহাম্মদ তপু রায়হান, সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, উর্মি দাস, ড. নূরে জান্নাত, রুবাইয়ান আসিফ, ফাতেমা আক্তার, রিফাত বিনতে জামাল, বিথি মজুমদার, মোহাম্মদ জনি মিয়া, হুমায়রা সুলতানা, নুসরাত জাহান, সাহেরা খাতুন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের নিকট সম্মাননা স্মারক তুলে দেন। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইংরেজি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন।