১০ ডিসেম্বর, ২০২৫

নোবিপ্রবিতে আইকিউএসি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে “From Student to Stakeholder: The Role of Alumni in Institutional Success” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নোবিপ্রবিতে আইকিউএসি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে “From Student to Stakeholder: The Role of Alumni in Institutional Success” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি

নোবিপ্রবিতে আইকিউএসি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে “From Student to Stakeholder: The Role of Alumni in Institutional Success” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আসাদুন নবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ হানিফ এবং রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সহিদ সারওয়ার।

এছাড়া বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও অ্যালামনাই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে কিভাবে নোবিপ্রবি অ্যালামনাইদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে সক্রিয় অংশগ্রহণ বাড়ানো যায়, অ্যালামনাইদের নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানো, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য আহ্বায়ক কমিটি কর্তৃক প্রণীত খসড়া নীতিমালার উপর আলোচনা এবং অ্যালামনাই ডাটাবেজ তৈরির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন ড. মো: সহিদ সারওয়ার।

নোবিপ্রবির সকল অ্যালামনাইদের নিয়ে একটি রিইউনিয়ন প্রোগ্রাম, শিক্ষার্থী ও অ্যালামনাইদের জন্য একটি জব ফেয়ার, ক্যারিয়ার ও প্রফেশনাল ডেভেলপমেন্ট বিষয়ক অনলাইন ও অফলাইন সেমিনার আয়োজনের পরিকল্পনার বিষয়ে অবহিত করা হয় এবং উক্ত প্রোগ্রামগুলোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আর্থিক প্রণোদনার আহ্বান জানানো হয়। সবশেষে একনেক কমিটির সভায় ৩৩৪ কোটি ৪৬ লক্ষ টাকা অনুমোদন হওয়ায় উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।