২৫ নভেম্বর, ২০২৫

সেনবাগে কাজী মফিজুর রহমানের নেতৃত্বে মোটর শোডাউন

সেনবাগে কাজী মফিজুর রহমানের নেতৃত্বে মোটর শোডাউন

খোরশেদ আলম, সেনবাগ:

নোয়াখালী- ২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের নেতৃত্বে মোটর শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ফেনী-নোয়াখালী ফোর লেন মহাসড়কের সেনবাগ উপজেলার বাণিজ্যিক কেন্দ্র সেবারহাট বাজার থেকে আলহাজ্ব কাজী মফিজুর রহমানের নেতৃত্বে বিশাল এই মোটর শোডাউনটি শুরু হয়। শত শত বিএনপির নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোটরসাইকেল শোডাউনটি সেবারহাট থেকে ভূঁইয়ার দীঘি, কল্যাণদী বাজার, সেনবাগ রাস্তার মাথা, ছমিরমুন্সিরহাট হয়ে সেনবাগ পৌর শহর, কাদরা মোড়, সাতবাড়িয়া ফকিরেরহাট, গাজীরহাট চৌমুহনী, কানকিরহাট বাজার থেকে সন্ধ্যায় পরিকোট গ্রামে কাজী মফিজুর রহমানের বাসভবনে গিয়ে শেষ হয়। এ সময় মোটরসাইকেল শোডাউন থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আলহাজ্ব কাজী মফিজুর রহমানের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় মোটরসাইকেল শোডাউন চলাকালে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সর্বস্তরের সাধারণ জনসাধারণকে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মফিজুর রহমান (হুটখোলা গাড়ি থেকে দাঁড়িয়ে) হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এ সময় সেনবাগ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওবায়দুল হক চেয়ারম্যান, সেনবাগ পৌর বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, সেনবাগ পৌর বিএনপির সাবেক সদস্যসচিব ও সেনবাগ পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (অব্যাহতিপ্রাপ্ত) গোলাম হোসেন, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল হক হেলাল, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম রতন প্রমুখ উপস্থিত ছিলেন।