২৫ নভেম্বর, ২০২৫

সেনবাগের কানকিরহাটে পূবালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

সেনবাগের কানকিরহাটে পূবালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

খোরশেদ আলম, সেনবাগঃ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কানকিরহাট বাজারে পূবালী ব্যাংকের ২৬৬ তম উপশাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পূবালী ব্যাংকের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, সংস্থাপন ও সাধারণ সেবা বিভাগ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক নোয়াখালী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান সরদার।

সভায় অন্যান্যের মধ্যে পূবালী ব্যাংক নোয়াখালী মাইজদী বাজার শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক নাঈমুর রহমান, পূবালী ব্যাংক কানকিরহাট শাখার ব্যবস্থাপক মাকসুদুর রহমান, কানকিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন পূবালী ব্যাংক কানকিরহাট শাখার জুনিয়র অফিসার মোহাম্মদ ইব্রাহিম খলিল।