খোরশেদ আলম, সেনবাগ
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা খলিলুর রহমানের 'হাতপাখা' মার্কার সমর্থনে গণসংযোগ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর সেনবাগ মডেল মসজিদ চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা খলিলুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী 'হাতপাখা' মার্কার সমর্থনে গণসংযোগ ও মিছিল শুরু করেন।
গণসংযোগ উপজেলা পরিষদ চত্বর হয়ে, সরকারি পাইলট হাই স্কুল, সেনবাগ প্রেসক্লাব মোড় হয়ে সেনবাগ থানার মোড়, দক্ষিণ বাজার, জেলা পরিষদ মার্কেট হয়ে পুনরায় সেনবাগ থানার মোড়ে এক সমাবেশে মিলিত হয়। গণসংযোগ চলাকালে 'হাতপাখা'-এর সমর্থনে নানা স্লোগান দেওয়া হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত 'হাতপাখা'-এর প্রার্থী মাওলানা খলিলুর রহমান বক্তব্য রাখেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী উত্তর জেলা শাখার উপদেষ্টা হাজী আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেনবাগ উপজেলার সভাপতি মাওলানা রহিম উল্লাহ বশিরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আপনারা বিগত ৫৪ বছরে বাংলাদেশের অবস্থা দেখেছেন, আর আমাদের হাতপাখা মার্কায় ভোট দিয়ে দেখেন, আমরা কী করতে পারি। তবে বলতে পারি, ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হলে বাংলাদেশে আর দুর্নীতি হবে না। দুর্নীতি চিরতরে এ দেশ থেকে বন্ধ করব, ইনশাআল্লাহ।