খোরশেদ আলম, সেনবাগ
নোয়াখালীর সেনবাগ পৌর শহরের সরকারি কলেজ রোড এলাকা থেকে শনিবার দিবাগত গভীর রাতে থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫,৭২০ টাকাসহ মাদক কারবারি পারভেজ ওরফে সুজনকে (২৪) হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃত সুজন নোয়াখালীর সুধারাম উপজেলার ৮ নং এওজবালিয়া ইউনিয়নের চর শুল্যকিয়া গ্রামের শাহজাহানের নতুন বাড়ির মো. শাহজাহানের পুত্র।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত সুজন একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে সেনবাগ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে রবিবার বিকেলে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।