২১ নভেম্বর, ২০২৫

সেনবাগে নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা

সেনবাগে নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা

খোরশেদ আলম, সেনবাগ
উৎসবমুখর পরিবেশে শুক্রবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর সেনবাগে বহু প্রতীক্ষিত নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা।

এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে মোট এক হাজার দুই শত সত্তর (৭০) জন পরীক্ষার্থী। সেনবাগ উপজেলার মোট ছিয়াশি (৮৬) টি স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দু'ঘণ্টা ধরে চলে এই বৃত্তি পরীক্ষা। বৃত্তি পরীক্ষা সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয় ও সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের সভাপতি ও সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল আজিম চৌধুরী এবং কো-অর্ডিনেটর নূর হোসাইন সুমনের সার্বক্ষণিক তদারকিতে পরিচালিত এই বৃত্তি চলাকালীন সময়ে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

এর মধ্যে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌর বিএনপি'র আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম, সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইয়াসিন করিম, সেনবাগ পৌর যুব জামায়াতের সভাপতি মো. আলাউদ্দিন আলো প্রমুখ।

নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার কো-অর্ডিনেটর শিক্ষক নূর হোসাইন সুমন বলেন, প্রতি শ্রেণির প্রথম বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী পাবেন ১২ হাজার টাকা।

দ্বিতীয় জন পাবেন ১০ হাজার টাকা, তৃতীয় জন পাবেন ৮ হাজার টাকা, চতুর্থ থেকে দশম পর্যন্ত পাবেন ৫ হাজার টাকা, ১১ তম থেকে ১৫তম পর্যন্ত পাবেন ৩ হাজার টাকা করে। ১৬ থেকে ২০তমরা পাবেন ২ হাজার টাকা করে, ২১তম থেকে ৩০তমরা পাবেন ১ হাজার টাকা। তা ছাড়া প্রত্যেককে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সনদ এবং ক্রেস্ট প্রদান করা হবে।