খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৮ নং ওয়ার্ডের উত্তর শাহাপুর গ্রামের কৃতী সন্তান বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।
স্থায়ী বিচারপতি হিসেবে সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনসহ নবনিযুক্ত বিচারপতিদের বুধবার (১২ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শপথবাক্য পাঠ করান।
নবনিযুক্ত স্থায়ী বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাজী মো. রুহুল আমিন বিএসসি, চাচা ইঞ্জিনিয়ার নুরুল আমিন, ছোট ভাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার সৈয়দ নাজমুল হোসেন সোহেল এবং কনিষ্ঠ ছোট ভাই নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সরকারি অধ্যাপক সৈয়দ কামরুল হোসেন ফারুক।
এদিকে, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার খবরে সেনবাগের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনার পাশাপাশি অভিনন্দন জানানো হয়েছে।