৯ নভেম্বর, ২০২৫

সুবর্ণচরে গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের ভর্তি ফরম বিতরণ 

সুবর্ণচরে গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের ভর্তি ফরম বিতরণ 

কামাল উদ্দিন, সুবর্ণচর প্রতিনিধি:

সুবর্ণচরের শিক্ষার্থীদের আধুনিক, নৈতিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের ভর্তি ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভর্তি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন।

অনুষ্ঠানে একাডেমিক পরিচালক মো. নূরনবীর সঞ্চালনায় এবং সিনিয়র সাংবাদিক তারেক মোরতাজা হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার নুসরাত সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন, হাজী মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র নাথ, কবিরহাট সরকারি কলেজের প্রভাষক শফিকুল সাজু, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ক্বারী আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কেফায়েত উল্লাহ জাবেদ, চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন প্রমুখ।

এছাড়াও স্থানীয় শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সৃজনশীল কার্যক্রম বিষয়ে নানাবিধ মতামত প্রদান করেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সুবর্ণচরে দীর্ঘদিন ধরে আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের যোগ্যতা অনুযায়ী বিকশিত হতে পারছে না। 

গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ সেই ঘাটতি পূরণের এক সাহসী ও সময়োপযোগী উদ্যোগ নিয়েছে।

তারা আরও বলেন, এই প্রতিষ্ঠান শুধু একাডেমিক শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক, ধর্মীয় ও সৃজনশীল বিকাশে বিশেষ গুরুত্ব দেবে। ধনী-গরিব নির্বিশেষে সকল পরিবারের সন্তানদের জন্য এখানে সমান সুযোগ থাকবে। 

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু হবে। তবে ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ থেকেই এবং উদ্বোধনী দিনে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ভর্তি ফরম বিতরণ করা হয়।

অতিথিরা প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে বলেন,'আজকের এই শুভ সূচনার মধ্য দিয়ে গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ অদূর ভবিষ্যতে এক অনন্য মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে- এই প্রত্যাশা করি।'