৯ নভেম্বর, ২০২৫

সুবর্ণচরে ইকরা পাঠাগার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুবর্ণচরে ইকরা পাঠাগার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

 

মোঃ কামাল উদ্দিন, সুবর্ণচর প্রতিনিধি: 
নোয়াখালীর সুবর্ণচরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইকরা পাঠাগার’ বার্ষিক বৃত্তি পরীক্ষা ২০২৫।

শনিবার (৮ নভেম্বর) সুবর্ণচরের তিনটি কেন্দ্রে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে নবম শ্রেণির মোট ১হাজার ৭শত ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষায় ইকরা পাঠাগারের সভাপতি মাওলানা দাউদ হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন পাঠাগারের কোষাধ্যক্ষ ও চরবাটা আর.জি. উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজ উদ্দিন ফয়সাল। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন চর জুবিলী রব্বানীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের সেক্রেটারি মাওলানা মো. ইসমাইল, চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা ফয়েজ উল্লাহ, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আজহার উদ্দিন, চরক্লার্ক বাংলা বাজার দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা শেখ ফরিদ সহ আরও অনেকে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধাবিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ‘ইকরা পাঠাগার ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ’ নামে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি শিক্ষা ও সমাজসেবায় ধারাবাহিকভাবে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

বৃত্তি পরীক্ষায় মাওলানা আব্দুর রহিম স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্বিক অর্থসহায়তা প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রেজাউর রহমান। এছাড়াও প্রকৌশলী রহিম উল্লাহ চৌধুরী সহ আরও বেশ কয়েকজন জনহিতৈষী ব্যক্তি ইকরা পাঠাগারের কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেন।

এদিকে মানসম্পন্ন বৃত্তি পরীক্ষার আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা আনন্দ এবং সন্তোষ প্রকাশ করেছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই কার্যক্রম একইভাবে অব্যাহত থাকবে।