৪ নভেম্বর, ২০২৫

ন্যায়বিচারের পথে বাংলাদেশ, ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণা আসছে : তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

ন্যায়বিচারের পথে বাংলাদেশ, ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণা আসছে : তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

 

লক্ষ্মীপুর প্রতিনিধি:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের ন্যায়বিচারের নতুন অধ্যায় শুরু হয়েছে। 

প্রতিশ্রুতি অনুযায়ী বিচারের কার্যক্রম এগিয়ে চলছে এবং আগামী সপ্তাহেই ফ্যাসিস্ট খুনি হাসিনার রায় ঘোষণা করা হবে। এতে জুলাই শহীদ পরিবারের বহু বছরের বেদনা কিছুটা হলেও লাঘব হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, “আমরা বিচারের অঙ্গীকার করেছিলাম, আজ সেই অঙ্গীকার বাস্তবে রূপ নিচ্ছে। ইতোমধ্যে অনেকের বিচার ট্রাইব্যুনালে চলছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

যারা ছাত্রজনতার হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল, তাদের সবাইকে আইনের মুখোমুখি করা হবে।”

তিনি আরও বলেন, “দেশ এখন রাজনৈতিক সংস্কারের এক নতুন পথে। বিভিন্ন রাজনৈতিক দল ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করে ঐকমত্যে পৌঁছেছে—এটা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন। এই ঐক্যের মধ্য দিয়েই ন্যায়, গণতন্ত্র ও স্বাধীনতার পথ আরও সুদৃঢ় হবে।”