৩১ অক্টোবর, ২০২৫

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে: শফিকুল আলম

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে: শফিকুল আলম

নিজস্ব প্রতিনিধি:
​অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নিবেন। যেকোন সিদ্ধান্ত নেয়া হোক না কেন নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে। 

কোন শক্তি নেই এটাকে পেছানোর। রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে, এক দল এক কথা বলবে, এটাই নিয়ম; সারা বিশ্বেই এমনটা হয়। কিন্তু কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না।

বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলছেন। আমরা এটাকে হুমকি হিসেবে দেখছিনা। যেটা সবছেয়ে উত্তম সেটাই প্রধান উপদেষ্টা করবেন।

১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত 'মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন'-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন সকলকে ধৈর্য ধারণের অনুরোধ করে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা দেশের মানুষের মঙ্গলে, গণতন্ত্রের স্বার্থে এবং সকল দলের জন্য মঙ্গলজনক এমন সব কাজই করবেন।

​তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে সরকার 'জুলাই সনদ' ঘোষণা করেছে এবং তাতে স্বাক্ষরও হয়েছে। এর আগে অনেকগুলো কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে, অর্থনীতিকে পুনরুদ্ধার করা গেছে, এবং ট্রায়ালের কাজগুলো চলছে।

​জুলাই ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাইম প্রমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন সহ প্রমুখ।
​