৩১ জানুয়ারি, ২০২৬

সেনবাগে ১০ দলীয় জোটের প্রার্থী সুলতান জাকারিয়ার সাথে দেড় ঘণ্টা

সেনবাগে ১০ দলীয় জোটের প্রার্থী সুলতান জাকারিয়ার সাথে দেড় ঘণ্টা

খোরশেদ আলম, সেনবাগ
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জানা ছিল, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ১০ দলীয় জোটের ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া। শাপলাকলি প্রতীক নিয়ে তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্দিষ্ট সময় মাথায় রেখে সেনবাগ পৌর শহর থেকে সহকর্মী জ্যেষ্ঠ সাংবাদিক (প্রথম আলোর নোয়াখালী জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান)-এর মোটরসাইকেলে চড়ে রওনা হই। পথে বিভিন্ন এলাকা ঘুরে অবশেষে দুপুর ১টার দিকে নবীপুর ইউনিয়নের শ্রীপদ্দি এলাকায় প্রার্থীর দেখা মেলে। এই এলাকাটি কোম্পানীগঞ্জ উপজেলার ঠিক পাশেই অবস্থিত।

আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, তার পাশেই ছিল শ্রীপদ্দি উচ্চ বিদ্যালয় ও শ্রীপদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নিকটস্থ বায়তুল মামুর জামে মসজিদে প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়াসহ আমরা জোহরের নামাজ আদায় করি। নামাজ শেষে তিনি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন, যা আমরা ক্যামেরাবন্দি করি। এরপর স্থানীয় জামায়াত নেতা মিজানুর রহমানের বাড়িতে দুপুরের খাবার গ্রহণ ও কিছুক্ষণ অবস্থানের পর বেলা আড়াইটায় আমরা বিদায় নিই।

এর আগে, সকাল ৮টার দিকে নবীপুর বাজারে শাপলাকলি প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন সুলতান মুহাম্মদ জাকারিয়া। এরপর পর্যায়ক্রমে তিনি নবীপুর বাজারে মিছিল ও গণসংযোগ, নবীপুর চৌরাস্তায় মিছিল ও গণসংযোগ, ছন্দেরহাট বাজারে মিছিল ও গণসংযোগ, সোমবারাইয়া বাজারে মিছিল ও গণসংযোগ এবং বিষ্ণুপুর গ্রামে গণসংযোগ শেষে শ্রীপদ্দি গ্রামে আসেন।

এ সময় সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াসিন করিমসহ স্থানীয় জামায়াত ও ১০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।