২৯ জানুয়ারি, ২০২৬

জয়নুল আবেদীন ফারুকের ধানের শীষের সমর্থনে নির্বাচনী সমাবেশ  ও গণসংযোগ 

জয়নুল আবেদীন ফারুকের ধানের শীষের সমর্থনে নির্বাচনী সমাবেশ  ও গণসংযোগ 

খোরশেদ আলম,  সেনবাগ

নোয়াখালী -২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে বার বার নির্বাচিত এমপি , বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুকের সমর্থনে সেনবাগ পৌর এলাকায় নির্বাচনী সভা, সমাবেশ,  উঠান বৈঠক ও মিছিল এবং গণসংযোগ অব্যাহত রয়েছে। 

এর মধ্যে বিশেষ করে সেনবাগ পৌরসভার ৬নং ওয়ার্ডে নির্বাচনী এ সব কর্মকান্ডের মূল নেতৃত্বে রয়েছেন সেনবাগ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক চান্দন হোসেন রাজু। জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার অভিযান শুরু হওয়ার পর থেকে তরুণ উদীয়মান নেতা চান্দন হোসেন রাজুর কর্মব্যস্ত সময় পার করছেন। 

নোয়খালী- ২ আসনের বারবার নির্বাচিত এমপি জয়নুল আবদীন ফারুকের সমর্থনে চান্দন হোসেন রাজু প্রতিদিন কোন না কোন স্থানে ভোটারদের নিয়ে উঠান বৈঠক,  কর্মী সমাবেশ,  নির্বাচনী সমাবেশ,  মিছিল ও গণসংযোগ করে যাচ্ছেন।

 আজ বুধবার (২৮ জানুয়ারী)  সকালে সেনবাগ পৌরসভার ৬নং ওয়ার্ডে ঠিক এমনি নানা কর্মকাণ্ড চোখে পড়ে। এ সব সভা গুলোতে সেনবাগ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক চান্দন হোসেন রাজু ছাড়াও  ৬নং ওয়ার্ডের স্হানীয় বিএনপি নেতা মধু মাওলানা, আবদুল কাদের, সানু মিয়াসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নিচ্ছে। তাছাড়াও এ সব কর্মসূচিতে এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ  নিতে দেখা যায়।