২৬ জানুয়ারি, ২০২৬

সেনবাগে ১০দলীয় জোটের প্রার্থী সুলতান জাকারিয়ার শাপলাকলির সমর্থনে সমাবেশ,  মিছিল ও  গণসংযোগ 

সেনবাগে ১০দলীয় জোটের প্রার্থী সুলতান জাকারিয়ার শাপলাকলির সমর্থনে সমাবেশ,  মিছিল ও  গণসংযোগ 

খোরশেদ আলম,  সেনবাগ
নোয়াখালী -২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত শাপলাকলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার সমর্থনে বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশ,  কয়েক জায়গায় মিছিল ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 

সুলতান মুহাম্মদ জাকারিয়া আজ সোমবার (২৬ জানুয়ারী) সকাল আটটার সময় নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে নাটেশ্বর ইউনিয়ন জামায়তে ইসলামীর আয়োজনে ইউনিয়ন কমিটির দায়িত্বশীল নেতাদের নিয়ে এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  এর পর সোনাইমুড়ী উপজেলা ও নাটেশ্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাদের নিয়ে পুরো ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাট বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। 

দুপুরে পর থেকে সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ও অম্বনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতাদের নিয়ে একাধিক নির্বাচনের সমাবেশে যোগদান করেন। পরে নেতাদের নিয়ে এই দুই ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার গুলো এবং গুরুত্বপূর্ণ এলাকা সময়ে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। 

রাতে বারগাঁও ইউনিয়নের কাশিপুর বাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তথায় ১০ দলীয় জোটের শাপলাকলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে বিশাল মিছিল বের হয়।  মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে। শেষে কাশিপুর বাজারের জিরে পয়েন্ট আয়োজিত সমাবেশে সুলতান মুহাম্মদ জাকারিয়া বক্তব্য রাখেন।

 সুলতান মুহাম্মদ জাকারিয়া উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, আমরা ১০ দলীয় জোটের পক্ষে থেকে আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী নির্বাচনে ১০ দলীয় জোট আল্লাহ যদি কবুল করে আপনাদের ভোটে জয়লাভ করে সংসদে যায়, তাহলে এ দেশে চাঁদাবাজি, সন্ত্রাস,  রাহাজানি, ঘুষ, দুর্নীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। এটা আমি আপনাদেরকে পুরোপুরি কথা দিতে পারি।