২৬ জানুয়ারি, ২০২৬

সেনবাগে ১০দলীয় জোটের প্রার্থী সুলতান জাকারিয়ার শাপলাকলির সমর্থনে মিছিল 

সেনবাগে ১০দলীয় জোটের প্রার্থী সুলতান জাকারিয়ার শাপলাকলির সমর্থনে মিছিল 

খোরশেদ আলম,  সেনবাগঃ
নোয়সখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে নোয়াখালী -২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত শাপলাকলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার সমর্থনে  নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৫ জানুয়ারী) সন্ধ্যার পর নোয়াখালী- ফেনী ফোরলেন মহাসড়কের সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাট বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। স্হানীয় কাবিলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে স্হানীয় ছমিরমুন্সির হাট  মাদ্রাসা এলাকা থেকে শাপলাকলি মার্কার সমর্থনে এ মিছিল বের হয়।  মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে।  

মিছিলে অংশ নেন সেনবাগ উপজেলা জামাতের সূরা মজলিসের সদস্য মোহাম্মদ নাজমুজ্জামান,  কাবিলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু শাকের,  সেক্রেটারী নিজাম উদ্দিন,  যুবনেতা  মোহাম্মদ টিপু ও আলাউদ্দিন আলো প্রমূখ উপস্থিত ছিলেন।