খোরশেদ আলম, সেনবাগ:
নোয়সখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে নোয়াখালী -২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত শাপলাকলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারী) বিকালে সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা সংলগ্ন ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন জামায়াতের সভাপতি গোলাম হোসেন শাহীন।
কাদরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবু সাকের মিয়াজির পরিচালনা অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাপলা কলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইয়াছিন করিম।
সভায় কাদরা ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা দ্বীন মোহাম্মদ, সেনবাগ পৌর যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন আলো প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে শুক্রবার সকালে উপজেলার কাদরা ইউনিয়নের মগুয়া এমএ আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুরূপ এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
১০ দলীয় জোটের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া তার বক্তব্যেয় বলেন, বিগত ৫৪ বছরের ইতিহাসে আপনারা বিভিন্ন দলের শাসন ব্যবস্থা দেখেছেন।
তাই ওইসব শাসনব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে আগামী নির্বাচনে জামায়াতের নেতৃত্বে ১০দলীয় জোটের প্রার্থীদেরকে নিরঙ্কুশ বিজয় লক্ষে এখন থেকে জোটের প্রতিটি নেতাকর্মীকে নিরলস ভাবে মাঠে ময়দানে কাজ করতে হবে। যাতে জোটের বিজয় আরো সুনিশ্চিত হয়।
তিনি আরো বলেন, এক্ষেত্রে দল নয়, ১০ দলীয় জোটের প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে তাদের প্রতীককে বিবেচনা করে ভোট দিতে হবে।