খোরশেদ আলম, সেনবাগ
শাকসু নির্বাচন স্হগিতের প্রতিবাদে ও অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি ছাত্র শিবির।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বাদ আসর ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মীরা সেনবাগ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এর পর মিছিলটি সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষে মিছিলটি সেনবাগ পৌর শহরের থানার মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে ইসলামি ছাত্র শিবির উত্তর শাখার সভাপতি দাউদুল ইসলাম বক্তব্য রাখেন।
সভায়- অবিলম্বে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানানো হয়।