খোরশেদ আলম, সেনবাগ:
সাবেক প্রধানমন্ত্রীও বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে নোয়াখালীর সেনবাগ উপজলার ডমুরুয়া ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারী) সন্ধ্যার পর পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - নোয়খালী- ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
এ সময় অন্যান্যর মধ্যে নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াছ, সেনবাগ উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও ডমুরুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, সেনবাগ পৌর বিএনপি'র সাবেক আহবায়ক আব্দুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যাহ,
সেনবাগ পৌর বিএনপি যুগ্ন আহবায়ক মির্জা মোস্তফা, সেনবাগ পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক মো. হুমায়ন কবির হুমু, ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।