নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুর রহিম (৩৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার (২১ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে সুধারাম মডেল থানাধীন অশ্বদিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রহিম দক্ষিণ মাছিমপুর এলাকার সৈয়দ আহম্মদ দুলালের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ মাছিমপুর এলাকায় 'জামালের দোকান' সংলগ্ন বিসমিল্লাহ ফার্নিচারের সামনে পাকা রাস্তার ওপর তল্লাশি চালিয়ে আব্দুর রহিমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই অভিযান অব্যাহত থাকবে। রহিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় এর আগেও ৩টি মাদক মামলা রয়েছে।