নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ বেতার চট্টগ্রামের আয়োজনে "গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার, শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট বিষয়ক বহিরাঙ্গন অনুষ্ঠান" এর আয়োজন করা করেছে।
(২০ জানুয়ারি) মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টা থেকে চট্টগ্রাম ডিসি হিলে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) মোঃ শরিফুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।
প্রধান অতিথি ড. জিয়াউদ্দীন বলেন, আসন্ন গণভোট বাংলাদেশে যুগ পরিবর্তনের ডাক দিয়েছে। স্বৈরাচারী ব্যবস্থাকে চিরতরে সরিয়ে দিতে জনগণকে তাই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা এই নির্বাচনে যা করবো তাই কিন্তু আগামী দিনের বাংলাদেশ হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল আইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বেতারের পরিচালক মোঃ মাহফুজুল হক, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক (চট্টগ্রাম) মোল্লা মোঃ আব্দুল হালিম।
বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) মুহাম্মদ শরিফুল কাদের সভাপতির বক্তব্যে বলেন, দীর্ঘ সমৃদ্ধি ও ঐতিহ্যের স্মারক বাংলাদেশ বেতার সঠিক ও নিরপেক্ষ সংবাদ প্রচার করে যাচ্ছে। এছাড়া গুজব ও ভুয়া সংবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে চায় বাংলাদেশ বেতার।
আলোচনা সভা শেষে চট্টগ্রামের বিভিন্ন শিল্পীদের বর্ণাঢ্য সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।