২০ জানুয়ারি, ২০২৬

কোম্পানীগঞ্জে অবৈধ বালু পরিবহনের দায়ে দু লাখ টাকা অর্থদন্ড

কোম্পানীগঞ্জে অবৈধ বালু পরিবহনের দায়ে দু লাখ টাকা অর্থদন্ড

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়কে অবৈধ ভাবে অতিরিক্ত ওজনের বালুবহন, অবৈধ বালু উত্তোলন, বিপনণ, সরবরাহ করায় ২ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে চরফকিরা ইউনিয়নের চাপরাশির হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

অভিযান সূত্রে জানা যায়, সড়কে নির্ধারিত ওজনের বাইরে অতিরিক্ত বালু বহন করে আসছিল বালুবাহী গাড়ী গুলো। যা সড়ক গুলো দ্রুত নস্ট করছে। অবৈধ বালু উত্তোলন, বিপনণ, সরবরাহ ও অতিরিক্ত ওজনের বালু বহন করায় ওই ৪ টি ড্রাম ট্রাককে ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।