খোরশেদ আলম, সেনবাগ
দলীয় কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত পৌনে নয়টার দিকে সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ দল গিয়াস উদ্দিন টিটুকে চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকার একটি চা দোকান থেকে আটক করে থানায় নিয়ে আসে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার সোমবার রাত পৌনে দশটার দিকে স্থানীয় সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন টিটুর বিরুদ্ধে সেনবাগ থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে। গিয়াস উদ্দিন টিটুকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল মঙ্গলবার নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হবে।


