সুবর্ণচর প্রতিনিধি:
সুবর্ণচর উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে চর জব্বার ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামসেদুর রহমান কিসলু-কে সংগঠনের বার্ষিক প্রকাশনা—ডায়েরি, ডেস্ক ক্যালেন্ডার এবং বড় তিন পাতা ক্যালেন্ডার—উপহার দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সুবর্ণচর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবিদ হাসান মিলন এবং সেক্রেটারি নুর ইসলাম শরিফ-সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সুবর্ণচর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবিদ হাসান মিলন বলেন, “সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে ছাত্রশিবিরের পথচলা অব্যাহত রয়েছে। সৃজনশীলতা ও বিজ্ঞানভিত্তিক চিন্তাধারার কারণে শিক্ষার্থীদের কাছে সংগঠনটির গ্রহণযোগ্যতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে ছাত্রশিবির শিক্ষার্থীদের সার্বিক মেধাবিকাশে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে।”
প্রিন্সিপাল জামসেদুর রহমান কিসলু ছাত্রশিবিরের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন,
“তোমাদের সৃজনশীল চিন্তা-ভাবনা এবং শিক্ষার্থীবান্ধব কাজ ছাত্রসমাজের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে। এ ধারা বজায় রেখে কাজ চালিয়ে যাও। তোমাদের উদ্যোগ আমাকে অনুপ্রাণিত করে।”
সাক্ষাৎ শেষে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাকে ছাত্রশিবিরের পক্ষ থেকে বার্ষিক প্রকাশনার বড় একপাতা ক্যালেন্ডার প্রদান করা হয়।


