মোহাম্মদ উল্যাহ্ ভূঁইয়া:
শিক্ষার আসল উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং মানুষ হিসেবে গড়ে ওঠা বলে মন্তব্য করেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন। কলেজের গণিত বিভাগের আয়োজনে নবীনবরণ, বিদায় ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সোমবার (১০ নভেম্বর) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অ্যালজেবরা এলায়েন্স-এর উদ্যোগে অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন।
গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক এম.এম. সাইফুল্লাহ'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এ.বি.এম. ছানা উল্লাহ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. আছাদল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আবদুল মতিন, মো. নাইমুর রহমান মারুফ,প্রভাষক মো. সোলায়মান সহ বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা।
গণিত বিভাগের ২৫ তম ব্যাচের শিক্ষার্থী আসিফ আহমেদ ও শাহিদা ইসলাম রেশমির সঞ্চালনায় ২৯ তম ব্যাচের নবীনবরণ ও ২৪ তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় বিভাগের শিক্ষকদের হাতে বিদায়কৃত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। প্রাণবন্ত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা দেওয়া হয় ২০১৮–১৯ শিক্ষাবর্ষের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী তিন শিক্ষার্থীকে। তারা হলো- অর্পিতা সুলতানা জাহান(৩.৬৭), মুন্নি আক্তার(৩.৬৬) ও আইরিন আক্তার প্রিয়া (৩.৬৬)।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. জাকির হোসেন বলেন, শিক্ষার আসল উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং মানুষ হিসেবে গড়ে ওঠা। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে।
বিভাগীয় প্রধান এম.এম. সাইফুল্লাহ বলেন, আমি চাই তোমরা এই গণিত বিভাগ থেকে অর্জিত জ্ঞান সারা পৃথিবীতে ছড়িয়ে দাও। তোমরা অচিরেই আমাদেরকে জ্ঞান অর্জনের মাধ্যমে ছাড়িয়ে যাবে এবং দেশের সর্বোচ্চ আসনগুলোতে অধিষ্ঠিত হবে।
সহকারী অধ্যাপক মো. নাইমুর রহমান মারুফ বলেন, এই ডিপার্টমেন্ট তোমাদের জন্য আজীবন উন্মুক্ত। গণিত একটি যুক্তিনির্ভর বিষয়—এটি তরুণদের চিন্তা, বিশ্লেষণ ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। তোমরা তোমাদের অর্জনের মাধ্যমে এই গণিত বিভাগ ও আমাদের সকলকে আরও আলোকিত করবে এটাই আমাদের প্রত্যাশা।
দিনভর আলোচনা, নবীন বরণ,বিদায় ও কৃতিদের সংবর্ধনা শেষে বিভাগে ছাত্রছাত্রীদের অংশগ্রহনের মধ্য দিয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


